ষাঁড় ঠেকাতে বিদ্যুৎ পরিবাহী তারের বেড়ায় মৃত্যু

0
130

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

field | newsfront.co
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুলশী এলাকায় ।চাষাবাদের জমিতে বারংবার ফসলের ক্ষতি করছিলো কিছু ষাঁড়। ষাঁড়ের উপদ্রব ঠেকাতে নিজের ধানের জমিতে বেআইনি ভাবে বিদ্যুতের তারের বেড়া দিয়ে রাখে উৎপল সামাই ও উত্তম সামাই নামে দুই ব্যক্তি। সেই তারের বেড়াতে আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল নারান সামন্ত নামক অপর এক ব্যক্তি।

dead naran samanta | newsfront.co
মৃত নারান সামন্ত।নিজস্ব চিত্র

জানা যায়, সকাল ৮ টার সময় নিজের জমিতে যাওয়ার সময় অসাবধানতা বশত তড়িতাহত হয়ে মারা যায় নারান সামন্ত।তারপর অন্যান্য চাষীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে সবাইকে খবর দেন।

আরও পড়ুনঃ বৃদ্ধ মা-বাবাকে মারধোরের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে

barun samanta | newsfront.co
বরুন সামন্ত,মৃতের ছেলে।নিজস্ব চিত্র

বেআইনিভাবে বিদ্যুৎ দেওয়ার ফলে নারায়ণ সামন্তের মৃত্যু হয়েছে এই অজুহাতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। অভিযুক্তকেও এলাকাবাসীরা ঘিরে ধরেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।এলাকায় উত্তেজনা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here