নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুলশী এলাকায় ।চাষাবাদের জমিতে বারংবার ফসলের ক্ষতি করছিলো কিছু ষাঁড়। ষাঁড়ের উপদ্রব ঠেকাতে নিজের ধানের জমিতে বেআইনি ভাবে বিদ্যুতের তারের বেড়া দিয়ে রাখে উৎপল সামাই ও উত্তম সামাই নামে দুই ব্যক্তি। সেই তারের বেড়াতে আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল নারান সামন্ত নামক অপর এক ব্যক্তি।

জানা যায়, সকাল ৮ টার সময় নিজের জমিতে যাওয়ার সময় অসাবধানতা বশত তড়িতাহত হয়ে মারা যায় নারান সামন্ত।তারপর অন্যান্য চাষীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে সবাইকে খবর দেন।
আরও পড়ুনঃ বৃদ্ধ মা-বাবাকে মারধোরের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে

বেআইনিভাবে বিদ্যুৎ দেওয়ার ফলে নারায়ণ সামন্তের মৃত্যু হয়েছে এই অজুহাতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। অভিযুক্তকেও এলাকাবাসীরা ঘিরে ধরেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।এলাকায় উত্তেজনা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584