পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের ট্যাগরা গ্রামে। মৃতা মহিলার নাম লক্ষ্মী দাস।

আহতদের চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের ট্যাগরা গ্রামের বাসিন্দা লক্ষ্মী দাস দিনমজুরির কাজে অন্যের জমিতে কাজ করছিলেন। দুপুর নাগাদ বজ্রপাত সহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করে যাচ্ছিলেন তিনি। আচমকাই সেখানে বাজ পড়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লক্ষ্মী দাস-সহ আরও দুজন।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা লক্ষ্মী দেবীকে মৃত বলে ঘোষনা করেন। আহত বাকি দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584