শুভময় সেন,বহরমপুরঃ
বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কৃষ্ণ প্রমাণিক নামে বছর দশের এক ছাত্রের।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সারগাছি স্টেশনে যাওয়ার বাইপাস রাস্তায়।সূত্রের খবর নিহত ঐ ছাত্রের বাড়ি বহরমপুর সংলগ্ন চালতিয়া এলাকায়।গতকাল সারগাছিতে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল সে। সাইকেলে করে সারগাছি বাস স্ট্যান্ডে এসে ফেরার সময় এমন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী একেই সংকীর্ণ রাস্তা তার উপর এক ধারে রাস্তা লাগোয়া একটা প্রাচীর।আর ঠিক এই রকম জায়গায় পাশ দিয়ে আসা একটি লরির ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে লরির পিছনের চাকার তলায় পড়ে যায় ছেলেটি।ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।ঘাতক লরির চালক পলাতক।স্থানীয়দের অভিযোগ ৩৪নং জাতীয় সড়ক থেকে ১০০ মিটার দূরত্ব সংকীর্ণ এই বাইপাসটি লরি চলাচলের উপযুক্ত নয়।তবুও এই রাস্তা দিয়ে লরি গুলো বিশেষত রেলের মাল নিয়ে যাতায়াত করে।বহুবার অভিযোগের পরেও প্রশাসন কর্ণপাত করেনি।ক্ষিপ্ত জনতা তাই লরিটিকে আটকে রেখে মৃত ছাত্রের বডি ঘিরে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলডাঙা থানার ওসি।জানা যায়,পুলিশ আশ্বস্ত করেছেন ঐ রাস্তায় আর বড় যান চলাচল হবে না ।এরপর পুলিশ বিক্ষোভ সরিয়ে মৃত দেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠাই।শোকের ছায়া জোটা এলাকায়।মর্মান্তিক এই দুর্ঘটনায় দায় কার? প্রশ্ন সাধারণের ।
আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের জেরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584