নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
লালগড় পুণাপানি জঙ্গলখাস গ্রামে ৭ জন শবরের মৃত্যু হলো।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতরা হলেন মঙ্গল শবর(২৮),কিষাণ শবর(৩৪), লেবু শবর(৪৬), সুধীর শবর(৬৩), সাবিত্রী শবর(৫১),পল্টু শবর(৩৩),লাল্টু শবর(৩৮)। মৃত্যুর কারণ সর্ম্পকে নিশ্চিত নয় জেলা স্বাস্থ্য দপ্তর।
লালগড় ব্লকের লালগড় গ্রাম পঞ্চায়েতের পূর্ণাপানি গ্রাম সংসদের জঙ্গলখাস গ্রামে ৬০ থেকে ৭০টি পরিবার রয়েছে। অধিকাংশ পরিবারই শবর সম্প্রদায়ের। গ্রামবাসীরা জঙ্গল থেকে ডালপালা ও কাঠ সংগ্রহ করে বিক্রি করে সেই টাকায় সংসার চালান।জানা গিয়েছে, এই গ্রামে গত ৫ নভেম্বর থেকে শবর সম্প্রদায়ের মানুষের মৃত্যুমিছিল শুরু হয়েছে।মৃতদেহ তাঁরা গ্রামেই সৎকার করেন।
মৃতের পরিবারের লোকজন সাহায্যের আবেদন চেয়ে লালগড়ের বিডিওর কাছে বিষয়টি জানান।
আরও পড়ুনঃ বৈদ্যুতিক তারে স্পর্শ করে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584