পিয়ালী দাস,বীরভূমঃ
লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের,আহত ১ জন।ঘটনাটি রামপুরহাটের বিনোদপুর গ্রামেরই মোড়গ্রামের রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের।মৃত দুই যুবক ও এক কিশোরের নাম বাপি শেখ(১৮),মাসুদ শেখ(১৭) ও আশিক শেখ(১৮),আহতের নাম সাহিল শেখ(১৯)।সাহিলকে
প্রথমে রামপুরহাট মহকুমা সুপার স্পোশালিটি হাসপাতালে ভরতি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
ঘটনাস্থানে রামপুরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।গতরাত ৮টা নাগাদ এক বাইকে চেপে বিনোদপুর থেকে প্রতাপপুরে অনুষ্ঠান দেখতে গেছিল বাপি, মাসুদ,আশিক ও সাহিল।সেই সময় রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় বাপি ও মাসুদের।কিন্তু, দুর্ঘটনাস্থলের ৩০ কিলোমিটার দূরে লরির তলা থেকে আশিকের মৃতদেহ উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থান থেকে তিনজন কে উদ্ধার করা হয়। একজন বেঁচে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থানের প্রায় ৩০ কিলোমিটার দূরে মহম্মদ থানার সুঁতশাল থেকে আশিকের মৃতদেহ উদ্ধার হয়। তার দেহ লরির চাকার তলায় আটকে ছিল। পরে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই চারজন সুরাতে কাজ করত।তারা ছুটিতে গ্রামের বাড়ি এসেছিল।ছুটি কাটাতে এসে এই বিপর্যয়।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ স্বামী ও শ্বশুরের অত্যাচারে জর্জরিত হয়ে থানার দ্বারস্থ গৃহবধূ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584