পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কীর্তন থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃনমূল কর্মীর।গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার হাসান গ্রামের।পুলিশ জানিয়েছে,মৃত তৃনমূল কর্মীর নাম সুবোধ বাইন।বাড়ি ডালখোলা থানার হাসান এলাকায়।বাড়ি থেকে তিনশো গজ দূরে এই ঘটনাটি ঘটে।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী।জানা গেছে,গত দুদিন ধরে হাসান গ্রামে নাম সংকীর্তন শুরু হয়েছে।সেখানেই গিয়েছিলেন সুবোধবাবু।রাতে কীর্তন শুনে স্ত্রীকে সাথে নিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে গুলি করে।গুলি তাঁর মাথায় লাগে।গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গোয়ালপোখরের বিধায়ক মন্ত্রী গোলাম রব্বানী।
ডালখোলা পুলিশের কাছে মৃত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে।তৃনমূল কংগ্রেসের দাবি যে সুবোধ বাইন জানিয়েছেন যে তাকে যে গুলি করেছে তাকে সে চিনতে পেরেছে।নাম উত্তম সরকার,সে এলাকার বিজেপি কর্মী।এদিকে এই ঘটনায় বিজেপির কোনো হাত নেই,এটা তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানিয়েছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584