ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ, ২১ মার্চঃ– এক ব্যাক্তির মুন্ডুহীন দেহ উদ্ধার করল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ। বুধবার সকালে বেলডাঙ্গা থানার রতনপুর ব্যাজবেরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফজরুল হক (৪০)। বেলডাঙ্গা থানার রতনপুর ব্যাজবেরিয়া গ্রামে তাঁর বাড়ি। তার মুন্ডুটির খোজ চালাচ্ছে পুলিশ। খবর লেখা অবধি তার মুন্ডুর কোন খোজ পায়নি পুলিশ।
ঘটনার মৃতের স্ত্রী চাঁদতারা বিবি পাশের বাড়ির ৪ জনের নামে লিখিতভাবে বেলডাঙ্গা থানায় খুনের অভিযোগ করেন।
চাঁদতারা দেবীর কথায়, মৃত ফজরুল হক চৈতন্যপুর -১ অঞ্চলে তৃনমূল দলের সক্রীয় কর্মী ছিলেন। তাকে এবার তৃনমূল ভোটে দাঁড়ানোর কথাও দিয়েছিল। তিনি বলেন, মঙ্গল রাতে সে তৃনমূলের মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। তখন কংগ্রেসের দুস্কৃরিরা তাকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে মুন্ডু কেটে মাঠের মধ্য ফেলে দিয়েছে। রাজনৈতিক শত্রুতারর জেরেই তাকে খুন করেছে বলে দাবি মৃতের স্ত্রী চাঁদতারা বিবির।
যদিও ওই খুনের সঙ্গে রাজনৈতিক যোগের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছে পুলিশ। বেলডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, সে কোন রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না। তার বিরুদ্ধে থানায় ৫ টি মার্ডার কেশের অভিযোগ রয়েছে। দিন কয়েক আগে সে জেল থেকে বাড়ি আসে। খবর লেখা পর্যন্ত তার মুন্ডুর কোন খোজ পাওয়া যায়নি। সেটির খোঁজে তল্লাসি চালাচ্ছে বেলডাঙ্গা থানার পুলিশ। তবে খুব শ্রীঘ্রই মুন্ডুটির খোজ পাওয়া যাবে বলছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুরানো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে রতনপুর ব্যাজবেরিয়া গ্রামের ফাঁকা মাঠে মুন্ডুহীন দেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাটা মুন্ডুটির খোজ চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584