মেদিনীপুরে ভগৎ সিং স্মরণ

0
48

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ-ই-আজম ভগৎ সিং- এর ৯২ তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মুর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ। ভগৎ সিং জীবনী,আদর্শ ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

Clothes distribution
নিজস্ব চিত্র

এদিনের কর্মসূচিতে মেদিনীপুরের শতাধিক রিক্সাচালক ভাইয়ের হাতে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট, তোয়ালা ও টুপি তুলে দেওয়া হয়। কর্মসূচিত উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার নব নির্বাচিত পৌরপ্রধান সৌমেন খান, সমাজসেবী কাউন্সিলর সৃজিতা দে বক্সী, বিশিষ্ট সমাজসেবী গনেশ চন্দ্র মাইতি, সমাজসেবী প্রসেনজিৎ সাহা, সমাজসেবী প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত মজুমদার, বিশিষ্ট চিকিৎসক দেবব্রত চ্যাটার্জী, সমাজসেবী অনয় মাইতি প্রমুখ।

Bhagat Singh
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান সৌমেন খানকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। চেয়ারম্যান সৌমেন খান সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.সুশান্ত দে, শিক্ষক বিশ্বজিৎ পড়িয়া, শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র, শিক্ষক সোমনাথ মহাপাত্র, সুব্রত চক্রবর্তী, কৌশল সিং, পার্থ সারথি কারক, প্রীতম সরকার, দুলাল মান্না, কিংশুক চক্রবর্তী, পিনাকী পাল, সৌম্যদেব অধিকারী, অক্ষয় গোপ, সুরজিৎ সরকার সহ অন্যান্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here