সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
শনিবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগর থানার কালীনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক নাবালকের। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী জুনাইদ আলমকে নিজের বাড়িতে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে তার ছোট ভাই। এরপর ছোট ভাইই তাকে নিচে নামিয়ে মাথায় জল দেয় এবং হাওয়া করে। তাতেও দাদার জ্ঞান না ফেরায় সে প্রতিবেশীদের বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে তাকে গোধানপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনাইদকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে পাট চাষ সংক্রান্ত অশান্তির জেরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু কৃষকের
স্থানীয় সূত্রে জানা যায় জুনাইদ আলমের বাবা জিয়ারুল হক ঝালমুড়ির ব্যবসা করেন। কোন মতে দিন গুজরান হয়। জুনাইদ আলমের মা দেড় মাস আগে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে বিয়ে করে সংসার করছেন। তারপর থেকেই মায়ের অভাব বোধ করত জুনাইদ। মন খারাপ করে ঘুরে বেড়াত। এসবের জন্যও গলায় ফাঁস দিতে পারে বলে অনুমান পরিবারের অন্যান্য সদস্যদের। ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রানিনগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584