সীমান্ত বাহিনীর গুলিতে মৃত বাংলাদেশী গরু পাচারকারী

0
190

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Death of Bangladeshi cow trafficker by bullet of bsf
নিজস্ব চিত্র

গরু পাচার করতে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গরু পাচারকারীর।

Death of Bangladeshi cow trafficker by bullet of bsf
মৃত জাহেরুল সেখ।নিজস্ব চিত্র

ইংরেজবাজার থানার কেষ্টপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সীমান্ত বাহিনীর জওয়ানেরা দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সীমান্ত বাহিনী ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাহেরুল শেখ।বাবা মিনা শেখ। বাড়ি বাংলাদেশের ভোলাহাট থানার হোসেন ভিটাম ভুটানি মোড়ে।

Death of Bangladeshi cow trafficker by bullet of bsf
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে কেষ্টপুর বিওপি এলাকায় ২৬ নং গেটের কাছে পহারা দিচ্ছিল ৪৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানেরা।
সেই সময় প্রায় ২০ থেকে ৩০ জনের একটি পাচারকারীর দল গরু পাচারের চেষ্টা করে। দেখে ফেলায় বাধা দেয় কর্মরত জওয়ানেরা।

আরও পড়ুনঃ কামা ছয় ছয়টা মহিলাকে খুন করেছে বিস্মিত রাণীনগর

পাচারকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে।সেই সময় এক পাচারকারীর গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিএসএফ কর্তারা মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here