সুদীপ পাল,বর্ধমানঃ
বিয়ের কেনাকাটা করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।
পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে।মৃত সিভিক ভল্যান্টিয়ারের নাম সৌরভ দাস (২৯)।জামালপুর থানার নিকটস্থ কাঠুরিয়াপাড়া গ্রামে সৌরভের বাড়ি। আগামী আষাঢ় মাসে সৌরভের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সেই উদ্দেশ্যেই কেনাকাটা করতে বর্ধমান যাচ্ছিল সে। শক্তিগড় এলাকায় একটি চারচাকা গাড়ি পিছন দিক থেকে তাদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। চিকিৎসকরা সেখানে মৃত ঘোষণা করেন সৌরভকে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে মৃতদেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ বাসের ধাক্কায় মৃত পাঁচ বছরের শিশু,আহত বাবা মা
ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন সৌরভের পরিবার। ঘাতক গাড়িটির খোঁজ চালানোর পাশাপাশি পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584