ওয়েবডেস্কঃ
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে সারা দেশ জুড়ে জঙ্গী সন্দেহে ধরপাকড় শুরু হয়েছে । জঙ্গী যোগের আঁচ পেলেই সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। আর ঠিক এই জঙ্গী যোগের অভিযোগে কাশ্মীরে পুলওয়ামা হামলার পরে গ্রেপ্তার হয়েছিলেন পেশায় শিক্ষক রিজওয়ান আসাদ।এনডিটিভি সূত্রে খবর অবন্তিপুরের বাসিন্দা শিক্ষক রিজওয়ানা আসাদ সোমবার রাত্রে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেন । আর পুলিশের জিম্মায় থাকাকালীন তাঁর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে । তার মৃত্যুর খবর সামনে আসতেই কাশ্মীর উপত্যকায় বিশৃংখলার ঘন মেঘ ঘনীভূত হয়েছে । বেশ কয়েকশ ছাত্র প্রকাশ্য রাস্তায় নেমে উপযুক্ত তদন্তের দাবিতে আন্দোলন শুরু করে ।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বলেন, “আমি ভেবেছিলাম পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা অতীতের অন্ধকার দিনের বিষয় ছিল। এখন এই ঘটনা মোটেই ভাল লক্ষণ নয়। এই ঘটনার যথার্থ তদন্ত হওয়া দরকার ।”
পাশাপাশি তিনি তার টুইটারে মন্তব্য করেন “মধ্যরাত্রির হানা, ক্র্যাকডাউন,ব্যাপক গ্রেফতার, কাস্টোডিয়াল হত্যাকাণ্ড, সরকার নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার অস্বীকার। কাশ্মীরে বিপর্যয়কর পিডিপি-বিজেপি জোটের পতন এবং মোদি সরকারের পেশীবহুল দৃষ্টিভঙ্গি দ্বারা কাশ্মীরে ভোগান্তি অব্যাহত ।”
তবে ঠিক কী কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় । ঘটনার উপযুক্ত তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্তা ও এনআইএ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584