শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দীর্ঘ বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন বালুরঘাটের পেপার বিক্রেতা সুজন দাস। দীর্ঘ প্রায় ২৯ বছর ধরে বিভিন্ন সংবাদপত্র বিক্রির কাজে যুক্ত ছিলেন তিনি। দোকানে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজন বাবু। শিলিগুড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অত্যন্ত মিষ্টভাষী সুজনবাবুর অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন পাঠকেরা।
জানা গিয়েছে, গত ২৯ তারিখ বাসস্ট্যান্ডে পেপার বিক্রির সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথায় আঘাত পান সুজনবাবু। ঘটনার পরই তাকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শিলিগুড়ি রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
আরও পড়ুনঃ কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত ৪১
প্রায় ৫০ বছর বয়সী সুজন দাস দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যুব সংঘ পাড়ার বাসিন্দা। সকলে তাকে নিতাই নামেই চিনতেন। শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকায় একটি পানের দোকান ছিল তার। সেখান থেকেই সংবাদপত্র বিক্রির কাজ করতেন।
সারাদিন পরিশ্রমের সামান্য আয় দিয়ে তার সংসার চলত। বাড়িতে স্ত্রী সহ তার পুত্র সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে চরম অসহায়তার মধ্যে পড়েছে ওই পরিবারটি। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584