পথদুর্ঘটনায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু,বাতিল মানসের মিছিল

0
50

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Death of two tmc workers at road accident
নিজস্ব চিত্র

আজ মেদিনীপুরে তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়ার মনোনয়ন পত্র জমা দিয়ে একটি মিছিল করার কথা ছিল।সেই মিছিলে অংশ নিতে খড়গপুর থেকে এসেছিল বহু তৃণমূল কর্মী সমর্থক।হঠাৎ মেদিনীপুর কোতয়ালী থানার হাসনাবাদ এর কাছে ঘটে যায় দুর্ঘটনা।একটি ১০চাকার লরির তলায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর।

Death of two tmc workers at road accident
মৃত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র

মৃত দুই তৃণমূল কর্মীদের নাম লালন প্রসাদ (৫২),ডি মুরলি(৪২)।এদের বাড়ি খড়গপুর এলাকায়।এই দুজনই বাইকে ছিল বলে খবর।ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি,প্রার্থী মানস ভুঁইয়া সহ তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর মেডিকেল কলেজে বহু তৃনমূল কর্মী সমর্থকরাও এসে পৌঁছায়।

Death of two tmc workers at road accident
অজিত মাইতি,জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বনবস্তিবাসীদের বিক্ষোভ

Death of two tmc workers at road accident
প্রার্থী মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

এই ঘটনায় শোক প্রকাশ করেন মানস ভুঁইয়া ও অজিত মাইতি।তাঁরা জানান, ‘এই ঘটনা খুবই দুঃখ জনক।আমরা এই মিছিল বাতিল করলাম।এরা আমাদের খুব সক্রিয় কর্মী।দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here