পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
দাড়িভিটে ছাত্র খুনের ঘটনায় এক বছর হয়ে যাওয়ায় এখনও সিবিআই তদন্ত হল না কেন তা কিছু মানুষ তাপস ও রাজেশের পরিবারের সদস্যদের চুলকানি দিচ্ছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় শিশু ও সমাজ কল্যানের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী।
এদিন তিনি দাড়িভিটে তাপস ও রাজেশের মৃত্যুর বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন দেবশ্রী চৌধুরী।পাশাপাশি তিনি বলেন, “কিছু মানুষ তাদেরকে উস্কিয়ে দিচ্ছেন সিবিআই তদন্ত এখন হল না কেন।তারা নিশ্চয়ই জানেন সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারের আদেশ না পেলে তারা কোন রাজ্যে কোন ঘটনার হস্তক্ষেপ করতে পারেন না।
আমরা প্রথম থেকে তাপস ও রাজেশের পরিবারের সাথে ছিলাম এখনও আছি আর ভবিষ্যতেও থাকবো।আমি নির্বাচনে জিতে এসে রাজেশ ও তাপসের পরিবারের সদস্যদের সাথে দেখা করে গিয়েছি।”
আরও পড়ুনঃ দেবশ্রী ও মনিরুল প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ
অন্যদিকে দেবশ্রী চৌধুরী আরও বলেন, “লাগাতার আমরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি যাতে তারা সঠিক বিচার পায়।অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা নিজেদের রাজনৈতিক ফাইদা নেওয়ার জন্য রাজনীতি করে,কিন্তু আমরা তা করি না।”
আজকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে না পারায় তিনি বলেন পুলিশ প্রশাসন আমাকে যেতে বারন করেছে আমাকে কোন অনুমতি দেয়নি বলেই আমি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারিনি বলে জানান কেন্দ্রীয় শিশু ও সমাজ কল্যানের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584