তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
নির্বাচনের পূর্বে উত্তর দিনাজপুর জেলার মানুষদের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম।তাই মন্ত্রী হয়ে আমার প্রথম কাজই হবে উত্তর দিনাজপুর জেলার মানুষদের যোগাযোগ সমস্যার সমাধান করা।
শুক্রবার মন্ত্রী হবার পর প্রথম কালিয়াগঞ্জে এসে কালিয়াগঞ্জ নাটমন্দির এক সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এই কথা বলেন।তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার বিজয় মিছিল হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে।
গতকাল রাতে অনুমতি দেওয়ার পর তা সকালে বাতিল করে দিয়েছে।যা দুর্ভাগ্যজনক।আমাকে যারা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের নিয়ে একটু আনন্দ করবো বলে ভেবেছিলাম।কিন্তু রাজ্য সরকার আগণতান্ত্রিকভাবে সেই অধিকারও করে নিয়েছে।
তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছু যুবকের মুখে জয়শ্রীরাম ধ্বনি শুনে যে আচরণ করেছেন তা আর যাই হোক একজন মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা পায়না।আসলে তিনি চলে যাবার আগে বুঝে নিয়েছেন এই রাজ্যের মানুষেরা আসলে কি চাইছেন।
দেবশ্রী দেবী বলেন নারী পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে।রাজ্যে নারী পাচার রোধে রাজ্য সরকারের সাথে একযোগে যদি কাজ করতে পারি তাহলে তা রোধ করা সম্ভব।
শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে একটি সুসজ্জিত বিজয় মিছিলে সামান্য একটু থেকেই নেমে পড়েন।হুড খোলা গাড়িতে বের হয়।
মেদিনীপুরের সংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্ৰতি মন্ত্রী দেবশ্রী চৌধরী দুজনেই বিজেপি কর্মীদের মনোবল অটুট রাখতেই এই কাজ করেন।উভয়কেই কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।
সম্বর্ধনা দেন সংস্থার সভাপতি সুনীল সরকার।উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক দুলাল কুন্ডু।
সম্বর্ধনা উত্তরে বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ বলেন মানুষ এই রাজ্যের সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে।যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল মনে করছে।
আরও পড়ুনঃ প্রধান ঘরছাড়া,সরকারি কাজে অসুবিধায় স্থানীয়রা
যে ভাবে শহর ও গ্রামের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে তাতে মনে হয় ২০২১ নয় তার আগেই মমতাকে মানুষ বিদায় দেবে।মিছিলের পুরোভাগে ছিল দশ ফুট উচ্চতার একটি পদ্মের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584