‘তুমি কি সেই?’-এর হাত ধরে দেবশ্রীর কামব্যাক

0
350

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বেশ অনেকদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবশ্রী রায়৷ এবার অনুপ সেনগুপ্ত পরিচালিত ‘তুমি কি সেই?’ ছবিতে দেখা যাবে তাঁকে।

debashree roy | newsfront.co
দেবশ্রী রায়। ছবিঃ প্রতিবেদক

অভিনেত্রীর শেষ ছবি ছিল রেশমি মিত্র এবং শাহদাত হোসেন পরিচালিত ছবি ‘হঠাৎ দেখা’৷ এরপর তাঁর কাছে আসা কোনও ছবির গল্পই ভাল লাগেনি জন্য অভিনয় করতে আর রাজি হননি দেবশ্রী– সংবাদমাধ্যমকে এই কথাই জানিয়েছেন তিনি।

এর আগেও অনুপের সঙ্গে ছবি করেছেন তিনি। এবার দেবশ্রীর বিপরীতে দেখা যাবে বনি সেনগুপ্তকে।অসমবয়সী দুই যুগলের প্রেমের গল্প বলবে ‘তুমি কি সেই?’। গল্পে আছে রহস্য, প্রেম-সহ আরও অনেককিছু, যা এখনই খোলসা করে বলতে চাননি কেউ৷

debashree roy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শুটিং শুরু হতে মাস দুয়েক বাকি আছে। জানা গিয়েছে, ঝাড়খণ্ড এবং রামোজি ফিল্ম সিটিতে হবে ছবির শুটিং।

দেবশ্রীর এহেন কামব্যাক সত্যিই চমক তাঁর ফ্যান-ফলোয়ারদের কাছে।

আরও পড়ুনঃ শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘বাকি এখনো দুই’

সূত্রের খবর অনুযায়ী, এই ছবির নাম ঠিক করা নিয়ে পরিচালক যখন বেশ নাস্তানাবুদ, তখন নাকি দেবশ্রী রায়ই ঠিক করে দেন এই ছবির নাম। এরকম এক চরিত্র পেয়ে বেজায় খুশি তিনি। কারণ সাম্প্রতিককালে এই অসম বয়সের প্রেম-পরিণয় বেশ মাথাচাড়া দিয়েছে। রাধা-কৃষ্ণের অসম বয়সের প্রেমলীলার পথে হাঁটছে অনেকে। এমনকী পর্দাতেও এমন কাহিনি পছন্দ করছেন মানুষ।

এই ছবি প্রসঙ্গে আরও একটি কথা না বলে পারা যায় না। এই নিয়ে দুটি অসম বয়সের প্রেমের গল্পে ধরা দিতে চলেছেন বনি সেনগুপ্ত। জি বাংলা অরিজিনালসে ‘আজব প্রেমের গল্প’ ছবিতে শ্রাবন্তীর সঙ্গেও অসম বয়সের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দেবশ্রী রায় সেদিক থেকে বর্ষীয়ান অভিনেত্রী। সময় বলবে পরিচালক ঠিক কীভাবে আনতে চলেছেন তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here