নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিবেকানন্দ স্মরণ মেদিনীপুর শহরের স্কুল।স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ের (উ.মা.)উদ্যোগে শুক্রবার একটি আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে আয়োজিত বিতর্ক সভায় শহর ও শহরতলীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দল।বিতর্কের বিষয় ছিল”স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতাগুলির মূল সুর ছিল সর্ব ধর্ম ঐক্য”।
দলগত ভাবে এই প্রতিযোগিতায় প্রথম হয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের ছাত্র সুনির্মল বাস্কে ও অর্পণ কোলে, দ্বিতীয় হয় চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্র সাহাদুল খাঁন ও ছাত্রী জুহিনা হোসেন,তৃতীয় হয় মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী মেহেলী প্রামাণিক ও দেবলীনা পড়িয়া। এছাড়াও যোগ দিয়েছিল কলিজিয়েট স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল, টাউন স্কুল (বয়েজ),রাঙামাটি হাইস্কুল সহ অন্যান্য বিদ্যালয়।সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তি বিনোদ পাল ও প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বাতী মিশ্র।দ্বিতীয় পর্বে আয়োজিত,”স্বামীজীর শিকাগো বক্তৃতা -পরিপ্রেক্ষিৎ ও প্রাসঙ্গিকতা”শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান অতিথি দশগ্রাম এস এস শিক্ষাসদনের প্রধান শিক্ষক যুগল প্রধান,বিশেষ অতিথি মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ সহ অন্যান্য বক্তাগণ।এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজা নরেন্দ্রলাল খাঁন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ প্রভাকর সেনগুপ্ত।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি স্নেহাশীষ ভৌমিক,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তি বিনোদ পাল,প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বাতী মিশ্র সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ে আয়োজকদের পক্ষে শিক্ষক রূপক সাউ জানান,ছাত্র ছাত্রীদের মধ্যে বিবেকানন্দের ভাবাদর্শ আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সাথে আসা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, টাউন স্কুলের শিক্ষিকা অনামিকা তেওয়ারি, অভিভাবিকা হিসেবে উপস্থিত থাকা মাণিক পাড়া কলেজের অধ্যাপিকা মিঠু ফৌজদারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা রাঙামাটি হাইস্কুলের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরণের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584