মনিরুল হক,কোচবিহারঃ
ব্যাপক প্রচার ছিল কিন্তু শেষ পর্যন্ত দলের নেতারা ভেস্তে দিল শ্রমিক সংগঠনের কর্মী সভা। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি) নামে রবিবার কোচবিহার নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামে একটি কর্মী সভার আয়োজন হয়। এই সভায় সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের যোগদানের কথা ছিল।
অটো-টোটো-হকার্স-মুটে-ড্রাইভার-বিড়ি শ্রমিক-রাজ মিস্ত্রি প্রভৃতি পেশার সাথে যুক্ত শ্রমিকদের নিয়ে এই কর্মী সম্মেলনের আয়োজন হয়। সম্মেলনের আমন্ত্রন পত্র থেকে প্রচার ফ্লেক্সে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবিও ছিল। কিন্তু সম্মেলনের শুরুতে এই ধরনের সংগঠনকে ভুয়ো আখ্যায়িত করে ভারতীয় জনতা পার্টি ও তাঁদের শ্রমিক সংগঠন বিএমএস কর্মীরা কর্মী কনভেনশন বন্ধ করে দেয়।
বিজেপি নেতৃত্বের দাবী,এই ধরনের কোন সংগঠনের অস্তিত্ব বিজেপিতে নেই। তৃণমূলের কিছু দুর্নীতিগ্রস্ত নেতা কর্মী নিজেদের পিট বাঁচাতে এধরনের ভুয়ো সংগঠন গড়ে বিজেপিকে কালিমা লিপ্ত করার উদ্দেশ্যে সভা সমাবেশের আয়োজন করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ভারতীয় জনতা মজদুর সেল এই নামের সংগঠনের কোন বৈধ কাগজ পত্র নেই। আমাদের দলের শাখা সংগঠনে এই নামের কোন অস্তিত্ব আছে বলে আমাদের জানা নেই। অথচ আমাদের সর্বোচ্চ নেতৃত্বের ছবি দলীয় প্রতীক ব্যবহার করে কিছু অসাধু মানুষ এসব করছে। যদিও শেষ পর্যন্ত বিজেপি কর্মীদের বাধায় এই সভাটি অনুষ্ঠিত হয় নি।
আরও পড়ুনঃ হারিয়ে যাচ্ছে নদী, সাংবাদিক সম্মেলনে নদী বাঁচাও কমিটি
এবিষয়ে ভারতীয় মজদুর সেলের রাজ্যে সম্পাদক দাবী করে শেখর কোলে জানান, আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের জেলা কমিটির সভাপতি সৌম্যব্রত পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি করা সম্ভব হয় নি। একই সাথে তার দাবী আগামীকাল কলকাতায় ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্বদের বৈঠক রয়েছে। সেখানে অংশ গ্রহন করার জন্য আজকের এই সভাটি শেষ পর্যন্ত বাতিল হয়ে। তবে এই কর্মী সভা নিয়ে বিজেপির বাধা কথা তিনি অস্বীকার করেছেন।
এদিনের এই ঘটনার পর বিজেপির গোষ্ঠী রাজনীতিতে শ্রমিক সংগঠন নিয়েও নতুন অধ্যায় শুরু হল বলে রাজনৈতিক মহলের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584