সুদীপ পাল, বর্ধমানঃ
গুসকরা রটন্তী মেলায় পার্কিং-ফি আদায়ের অভিযোগে বিতর্ক তৈরি হল। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের একাংশের অভিযোগ, পুরসভা অনুমোদিত পার্কিংয়ের জন্য যে জায়গা তৈরি করা হয়েছে তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা সাইকেল প্রতি ১০ টাকা, মোটরবাইকের জন্য ২০ টাকা এবং গাড়ির জন্য ৪০ টাকা করে নিচ্ছে।
গত বছরের তুলনায় এই ফি দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। শুধু তাই নয়, যানবাহন রাখার পরে সংস্থার তরফ থেকে যে টোকেন দেওয়া হচ্ছে তাতে টাকার অঙ্ক লেখা নেই। আবার পার্কিং থেকে গাড়ি বের করার সময় সেই টোকেন নিয়েও নেওয়া হচ্ছে বলে অভিযোগ দর্শনার্থীদের। কেন দ্বিগুণ পার্কিং-ফি নেওয়া হবে সে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীরা।
গুসকরার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ, গ্রামীণ মেলায় যাঁরা আসেন তাঁদের পক্ষে এত টাকা দিয়ে বাইক, সাইকেল রাখা কোনওভাবেই সম্ভব নয়। পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার অবশ্য দাবি, পুরসভার অনুমতি ছাড়া কয়েকটি জায়গায় পার্কিং হচ্ছে।
পুরসভাকে জানানো সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই বেশি টাকা নিতে হচ্ছে। যদিও পুরসভার তরফ থেকে বলা হচ্ছে, পার্কিং-ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবু কেন পার্কিং-ফি বাড়ানো হল, তা নিয়ে খোঁজ নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584