ওয়েব ডেস্কঃ
“নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান ” ভারতের ইতিহাস পড়তে গেলে এই উক্তিটি বারবার সামনে আসে । ভারতবর্ষে বহু জাতি ধর্মের বসবাস । চলে হাজারও অনুষ্ঠান ও আয়োজন ।
একে অপরের উৎসবকে ভাগ করে মেতে ওঠা অথবা নিজেদের উৎসবের মাঝেও অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে সুবিধা করে দেওয়া । এই দুই রীতি ভারতবর্ষজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে ।
সেই বিজ্ঞাপন
উল্লেখিত ওই দুই অবস্থানের মধ্যে একটি অবস্থান নিজেদের উৎসব এর মাঝেও অন্যদের ধর্ম পালনের সুবিধা করে দেওয়া এই থিমটা কে কাজে লাগিয়ে সম্প্রীতি একটি বিজ্ঞাপন ভিডিও তৈরি করে সার্ফ এক্সেল কোম্পানি । সেখানে দেখা যাচ্ছে দোলের দিন ছোট্ট ছোট্ট খুদেরা যখন দোল খেলতে ব্যস্ত সে সময় একজন ক্ষুদে মেয়ে সাইকেল করে এসে বাকি খুদেদের সাথে স্ব ইচ্ছায় বলা বাহুল্য যেচে গিয়ে দোলে মেতে ওঠে । তাদের এই দোল পর্ব চলাকালীন অন্য বাচ্চারা যখন বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে রং ভর্তি বেলুন বা রঙের পিচকারী’ নিক্ষেপ করতে করতে সব রং যখন শেষ, সে সময় ভিডিওটির মোড় ঘুরিয়ে সামনে আসে ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত আর এক ক্ষুদে , যার মাথায় টুপিও রয়েছে । সাইকেলে করে রং খেলতে আসা ওই খুদে মেয়েটি তখন পাঞ্জাবি পরিহিত ওই খুদে ছেলেটিকে জানায়” বাহার আজা সব খতম হো গিয়া ।” তারপর ভিডিওটির শেষ অংশে দেখা গেল ছোট্ট মেয়েটি সাইকেলে করে ওই ছোট্ট খুদে পাঞ্জাবি পরিহিত ছেলেটিকে নামাজ পড়ার জন্য মসজিদে পৌঁছে দেয়। ছেলেটি নামাজ পড়ে রং খেলবে বলে জানায়।
এই বিজ্ঞাপন ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত নেটিজেন মহল । একাংশের দাবি ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে , অন্য অংশের দাবি ভিডিওটি হিন্দু ধর্মের ভাবধারার উপরে আঘাত হানছে । নেটিজেনদের মধ্যে যারা তথাকথিত হিন্দু ধর্মের পক্ষে সওয়াল করছেন তারা সার্ফ এক্সেল বয়কটের জোর দাবি তুলছেন । পাশাপাশি যারা এই ভিডিওটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে প্রাধান্য দিচ্ছেন তারা সার্ফ এক্সেল বয়কটের দাবিকে নাকচ করে ভিডিওটির প্রশংসা করেছেন।
আরও পড়ুনঃলোকসভা নির্বাচন শুরু ১১ ই এপ্রিলঃবাংলা,বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায়
উল্লেখ্য, প্রশংসনীয় বিষয় এটাই যে শিশু মনস্ক খুদেরা যাদের মধ্যে এখনো হয়তো জাতি ধর্মের ভাবধারার বিকাশ ঘটেনি কিন্তু নিজেদের অজান্তেই মনের ভিতর সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণার বীজ বপন হয়ে গেছে এই ভিডিওটি তারই প্রমাণ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584