মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার মদন মোহন মন্দিরের পাশের বৈরাগী দীঘি থেকে উদ্ধার হল রাজ আমলের একটি দেবী মূর্তি। ওই দেবী মুর্তি মঙ্গলচণ্ডীর বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘিতে নামতে গিয়ে কয়েকজন মানুষ ওই মূর্তিটিকে দেখতে পান। পরে ওই মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান শহরবাসী। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসন। পরে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুনঃ বৈদিক শিক্ষা ফিরিয়ে এনে বিজ্ঞানে জোরঃ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ওই মূর্তিটি রাজ আমলের। এটি রুপোর তৈরি দেবী মঙ্গলচণ্ডীর মুর্তি। তবে সেটি কত পুরনো তা পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে। কিভাবে ওই রুপোর মূর্তিটি ওখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584