শ্যামল রায় ,কাটোয়াঃ
সম্প্রীতির আবহে প্রায় ৩০০বছর ধরে কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি গ্রামে চন্দ্র বণিকের বাড়ির দুর্গাপুজো আজ সার্বজনীন দূর্গা পূজায় পরিণত হয়েছে।
শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। পুজো ঘিরে এলাকার মানুষের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পারিবারিক পুজো হলেও আজ গ্রামের সার্বজনীন পুজো হিসাবে পরিগণিত হয়েছে চন্দ্র বণিক বাড়ির দুর্গাপুজো।
এই পুজোর দেবী দুর্গাকে রথ যাত্রার দিন থেকে দেবীর গায়ে মাটি দিয়ে নির্মাণ কাজ শুরু করতে হয়। মহালয়া এর পরের দিন প্রতিবার থেকে পূর্ণ ঘাটের জল দিয়ে দেবী দুর্গার পুজো শুরু হয়ে যায়। সপ্তমী ও অষ্টমীতে সন্ধি পুজো ঘিরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো । নবমীর দিন সকাল থেকে পুজো শুরু হয় এবং শেষে হয় ছাগ বলি প্রথা যা আজও বর্তমান। শাক্ত মতে পুজো হয় দেবী দূর্গার।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে চন্দ্র বণিক বাড়ির দুর্গাপুজো পারিবারিক পুজো হলেও আমাদের কাছে আজ গ্রামের সকলের পুজো। উৎসবের মেজাজে দিনগুলি কাটাই। আলোক সজ্জার মাধ্যমে দর্শক টানার জন্য এই পুজো ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক বাতাবরণ এর মধ্যে বাস করে আসছে তাই এই পুজোয় হিন্দু মুসলিম সকলের উপস্থিতিতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে পুজো যেন অন্য মাত্রা পায় এবং সম্প্রীতির আবহাওয়া তৈরি হয় তাই গ্রামের মানুষ এক কথাই বলছেন এই পুজো আমাদের সকলের দুই সম্প্রদায়ের মানুষ উৎসবের মেজাজে পুজোর প্রত্যেকটা দিন আমরা আনন্দ উপভোগ করে থাকি জানিয়ে দিলেন এলাকার একরাম শেখ থেকে শুরু করে অসীম বিশ্বাস।
আরও পড়ুনঃ বাঘ আর পাকিস্থান অন্তর্ভুক্তি থেকে রক্ষা পেতেই ঘোষবাড়ির মাতৃ আরাধনার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584