মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। করোনা আবহেই শুরু হবে দুর্গোৎসব। এখন সেই আনন্দেই মেতেছে উৎসবমুখর বাঙালি। এ শুধু কঠিন সময়ে নিজেকে ভালো রাখার ছোট্ট প্রয়াস মাত্র। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর পুজোর প্রাক্কালে বাংলার চিত্রটা খানিক আলাদা।
পুজো হবে, কিন্তু বাজবে না মাইক। প্যান্ডেলও হবে, কিন্তু জমায়েত নৈব নৈব চ। পুজোর সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় এবছর সেই অনুষ্ঠানগুলিও হবে অনলাইন প্ল্যাটফর্মে। সেরকমই একটি অনুষ্ঠানের আগাম বার্তা নিয়ে হাজির শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সৃজন চ্যাটার্জি এবং বাচিক শিল্পী মৌনীতা চট্টোপাধ্যায়।
এই দুই শিল্পীর যুগলবন্দিতেই ২১ অক্টোবর মহাপঞ্চমীর দিন রাত ৮ টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে ‘দেবীপক্ষে সন্ধি’।
এই লাইভ ডিজিটাল কনসার্টে যেমন থাকছে আগমনীর কবিতা, আগমনীর গান তেমনই থাকছে পুজোর প্রেমের গান-কবিতাও এবং সবশেষে থাকছে দেবী দুর্গার কাছে প্রার্থনা। এই সঙ্কটকালে বিশ্বব্রহ্মাণ্ডকে সুস্থ করে তোলার প্রার্থনা। সব ঝঞ্ঝা কাটিয়ে যেন দুষ্ট অসুখকে হার মানাতে সক্ষম হয় মানুষ। এই প্রার্থনা দিয়েই শেষ হবে ‘দেবীপক্ষে সন্ধি’।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘জীবন স্মৃতি’ এবং ‘সত্যান্বেষী’ ছবিতে সঙ্গীতশিল্পী হিসাবে কাজ করেছেন সৃজন চ্যাটার্জি। শুধুমাত্র সঙ্গীতশিল্পীই নন, বর্তমানে সঙ্গীত পরিচালনাও করে থাকেন তিনি। অপরদিকে, বেশ কয়েকবছর ধরেই বাচিক শিল্পী হিসাবে মৌনীতা বেশ পরিচিত একটি মুখ। সৃজন ও মৌনীতা এর আগে একসঙ্গে দুটি কাজ করেছেন।
আরও পড়ুনঃ পুজোর আগেই প্রকাশিত হল ট্যালেন্ট আর্টস পাবলিকেশনের ‘ক্যানভাস’
সৃজন চ্যাটার্জির ভাবনায় এবং মৌনীতার কণ্ঠে সুবোধ সরকারের কবিতা ‘কুমোরপাড়ার খোলা চিঠি দুর্গাকে’ শ্রোতাবৃন্দের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সৃজন চ্যটার্জি ও মৌনীতা চট্টোপাধ্যায়ের যুগলবন্দি দেখা গিয়েছে সোম চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতা ‘কখনো’তে। সেটিও প্রকাশ্যে আসার পর বেশ জনপ্রিয়তা অর্জন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584