নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
না, সোশ্যাল মিডিয়ায় কোনও চ্যালেঞ্জ দেওয়ার বা নেওয়ার জন্য নয়। অভিনেত্রী দেবলীনা কুমার নিজের এককালের ছবি পোস্ট করে দেখালেন তিনি আগে কেমন ছিলেন। বলতে দ্বিধা নেই, সুন্দরী, ছিপছিপে, মৃগনয়না দেবলীনা এক কালে ছিলেন বেশ গাবলু।গোবলু গোছের, যাকে বলে স্বাস্থ্যবতী। দেবলীনার পোস্ট করা ছবি সেই কথাই জানান দিচ্ছে।
এই সময়কার ব্যস্ত অভিনেত্রী তিনি। একের পর এক জনপ্রিয় ছবিতে নিজের স্বাক্ষর রেখেছেন দেবলীনা। হামি, গোত্র সহ আরও বহু ছবিতে দেবলীনাকে ভালোবেসেছেন দর্শক। সদাহাস্যময়ী, মিষ্টি স্বভাবের অভিনেত্রী দেবলীনা কুমারের আরও দুটি গুণের মধ্যে রয়েছে তাঁর সঙ্গীত এবং নৃত্যশৈলি।
আরও পড়ুনঃ অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে’র নামে ফেসবুকে ফেক প্রোফাইল
পোস্টে অভিনেত্রী লেখেন “আমি খাই, পান করি আবার শরীর চর্চাও করি। আমি তখন হেলদি ছিলাম কিন্তু ফিট এবং ফ্লেক্সিবেল ছিলাম, এখন যেমন আছি। তখনও ভাল ছিলাম, এখনও ভাল আছি কেবল চেহারায় পরিবর্তন এসেছে। তবে, এখন দেখতে আগের থেকে একটু বেশি ভাল লাগে।” ইংরেজিতে এমনই কথা লিখে অন্যের জীবনের এহেন স্টোরি জানতে চেয়েছেন তিনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584