শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
ফের দক্ষিন দিনাজপুর জেলায় বড়সর ধাক্কা খেল তৃণমুল।গতকাল তৃণমুলের দুই মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ও আশীষ বন্দোপাধ্যায় দ্বারা বালুরঘাট এলাকার মাঝিয়ানে নব নির্মিত উত্তরবঙ্গ কৃষি মহা বিদ্যালয়ের ভবনের উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষনা কেন্দ্রের বিজ্ঞানী এবং কর্মচারিবৃন্দ বিজেপিতে যোগদান করল।
আজ বালুরঘাটের বিজেপির সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের হাত ধরে তারা সবাই বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপি দলে যোগদান পর্ব সারেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার।
এদিকে গতকাল জেলায় দুই মন্ত্রীর আগমন সত্ত্বেও মাঝিয়ানের অনুষ্ঠানে জেলার তৃণমূলের কোন মন্ত্রী বা নেতা নেত্রীকে দেখা যায়নি।
আরও পড়ুনঃ দলবদলে অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগ
যদিও উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় দফতরের তরফে জেলার,একমাত্র মন্ত্রী বাচ্চু হাসদা ও বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে আমন্ত্রন জানানো সত্বেও তারা কেউ গতকালের অনুষ্ঠানে আসেন নি।
যা নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষনা কেন্দ্রের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।সেই ক্ষোভের আজ বহিঃপ্রকাশ তারা সাংসদের হাত ধরে আজ বিজেপিতে যোগদান পর্ব সারলেন বলেই জেলার রাজনৈতিক মহলের একাংশের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584