বারবিশার ডাঙ্গাপাড়ায় নতুন ব্রিজের ঘোষণা

0
114

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Declaration of new bridge at dangapara | newsfront.co
নিজস্ব চিত্র

কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১নং গ্রাম পঞ্চায়েতের বারবিশার ডাঙ্গাপাড়া এলাকায় নতুন ব্রিজের ঘোষণা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি।

Declaration of new bridge at dangapara | newsfront.co
সভা।নিজস্ব চিত্র

শনিবার ডাঙ্গাপাড়ার একটি সভায় এই ঘোষণা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলা পরিষদের সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মাধব ঠাকুর, ভল্কা-বারবিশা ১নং গ্রামপঞ্চায়েতর যুব সভাপতি জয় প্রকাশ বর্মন, কার্যকারী সভাপতি কৃষ্ণ বর্ধন দাস প্রমুখ।

আরও পড়ুনঃ তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের আলোচনা সভা

Shila Das Sarkar | newsfront.co
শীলা দাস সরকার,সভাধিপতি। নিজস্ব চিত্র

সভাধিপতি শীলা দাস সরকার বলেন,”এলাকার মানুষদের এই ব্রিজটিতে অনেক সমস্যা হচ্ছিল নতুন করে জেলা পরিষদ উদ্যোগী হয়ে অনুমানিক ২৬ লক্ষ ৩৯ হাজার ৭৫২ টাকা ব্যায়ে এই ব্রিজটি নির্মান হবে। তিন মাসে ব্রিজের কাজ সমাপ্ত হবে। ব্রিজটি দৈঘ্য ১২ মিটার প্রস্ত ৪ মিটার। এই ব্রিজটিতে এলাকার বহু মানুষের উপকার হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here