তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক আদিবাসী কিশোরী ধর্ষণের অভিযোগে ৯ জনের সাজা ঘোষণা করলো।অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সেলিম সাহি শুক্রবার ৯জন দোষীদের মধ্যে দুজনের ২০বছর করে, একজনের ১০বছর,তিন জনের ৫বছর করে এবং ৩জনের ৬মাসের জেলের সাজা ঘোষণা করেন।মহামান্য বিচারক আরো নির্দেশ দেন ধর্ষিতা আদিবাসী মহিলাদের এক জনকে ৬লক্ষ টাকা এবং অপরজনকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন।
জানা যায় ২০১৭ সালের ৯ই জুলাই ভারতীয় জনতা দলের বন্ধের দিন আদিবাসী রমনীদের উপর এই দুষ্কৃতীরা পাশবিক অত্যাচার চালায়।আদিবাসী রমনীদের উপর অত্যাচারের প্রতিবাদে আদিবাসী সমাজ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জে বেসরকারি বাস রায়গঞ্জ শহরের দোকানপাটের ক্ষতিসাধন করে।শহরের অধিকাংশ জায়গায় আগুন ধরিয়ে তান্ডব সৃষ্টি করেছিল।পুলিশ প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পুলিশ হোটেলের দুই কর্মী সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছিল।রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা অতিরিক্ত দায়রা আদালত।এছাড়া এক নাবালিকা এক মহিলা ধর্ষিতা হওয়ায় তাদের ছয় লক্ষ এবং দুই লক্ষ টাকা ক্ষতিপূরন দেবার জন্য সরকারকে দেবার জন্য আদালত নির্দেশ দিয়েছে।এদিনের এই রায় জানতে আদিবাসি সমাজের লোকজন আদালত চত্বরে ভিড় জমায়।রায়ে খুশী আদিবাসি সমাজ।
প্রসঙ্গত,২০১৭ সালে ৯ জুলাই বিজেপি বাংলা বনধের দিনে দুই আদিবাসী কিশোরী এবং দুই আদিবাসী মহিলার উপর পাশবিক অত্যাচার হয়েছিল।অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ১৬ জুলাই রায়গঞ্জ বেসরকারি বাস সহ রায়গঞ্জ শহরে ব্যাপক তান্ডব চালায় আদিবাসি সমাজ।একাধিক জায়গায় আগুন সহ দোকানপাট ভাঙচুর করা হয়েছিল।এই ঘটনা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল।আদিবাসি আন্দোলনে চাপে পড়ে পুলিশ হোটল ম্যনেজার এবং দুই কর্মি সহ নয়জনকে গ্রেপ্তার করেছিল।আদিবাসিদের উপর অত্যাচার,ধর্ষন সহ একাধিক মামলায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছিল।ধৃত নয় জনেরই সংশোধনাগারে রেখে বিচার হয়।আজ নয় জনকেই সাজা দিল উত্তর দিনাজপুর জেলা অতিরিক্ত দায়রা বিচারক সেলিম সাহি।
আরও পড়ুনঃ ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে খুন গৃহবধূ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584