বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদন্ড ঘোষণা

0
58

প্রিয়া গুপ্তা,উত্তরদিনাজপুরঃ

বন্ধুর পুরস্কার ঘোষিত লটারী ছিনিয়ে নিয়ে প্রাননাশক হামলার অভিযোগে মঙ্গলবার অভিযুক্তের দশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে ইসলামপুরের এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন-২ আদালত। ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী মুখতার আহমেদ বলেন, গোয়ালপোখর থানার ভেলাপোখর এলাকার বাসিন্দা ওবেস শর্মার থেকে পুরস্কার ঘোষিত লটারীর টিকিট ছিনিয়ে নেবার ও তাঁকে প্রাণে মারার চেষ্টার উদ্দেশ্যে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় দশজন সরকারী সাক্ষী ও আটটি ডকুমেন্টরি ইভিডেন্সের ভিত্তিতে অভিযুক্ত দীনেশ নাথকে দশ বছরের জেল ও দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ছয় মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারক শেখ কামালউদ্দিন।

দশ বছরের সাজা প্রাপ্ত দীনেশ নাথ।নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ওবেস শর্মার কাটা একটি লটারিতে ৩৬ হাজার টাকার পুরস্কার ঘোষিত হয়েছিল।ওবেস শর্মার বন্ধু দীনেশ নাথ তাঁকে খুশিতে মদ খাওয়াতে বললে সেইমতো আয়োজন হয়।মদ মাংস খাবার পর মহিলার প্রলোভন দেখিয়ে ওবেসকে ভুট্টা খেতে নিয়ে যায় দীনেশ।সেখানে ধারালো অস্ত্র দিয়ে ওবেসের ঘাড়ে পেছন থেকে দুটি কোপ মারে দীনেশ।ওবেস জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়াতে দীনেশ ভাবে ওবেস মরে গিয়েছে। পরের দিন সকালে ওবেসকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে ওবেস সুস্থ হলেও ৮৫ % বিকলাঙ্গ।২০১৬ সালের ২ জুলাই ওবেসের পরিবারের পক্ষ থেকে গোয়ালপোখর থানায় অভিযোগের ভিত্তিতে ইসলামপুর আদালতে মামলা চলছিল।এদিন আদালত চত্ত্বরে হাজির হয়ে ওবেস শর্মা বলেন, যাবজ্জীবন সাজা চেয়েছিলাম তবে দশ বছর হয়েছে তাতে আমি খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here