নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
করোনা আবহে চূড়ান্ত আর্থিক সংকটে ভুগছেন মাইক ব্যবসায়ীরা। হাতেগোনা কয়েকদিন পরই বিশ্বকর্মা পুজো, এখনও পর্যন্ত কোনো বুকিং না হওয়ার কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন সমস্ত মাইক ব্যবসায়ীরা ৷ আশঙ্কা করছে করোনা পরিস্থিতির জন্য বিশ্বকর্মা পুজো অন্য বারের মতো জাঁকজমকপূর্ণ হওয়ার সম্ভাবনা কম।
ঘরোয়া ভাবে কিছু পূজা হলেও বড়ো মন্ডপ সজ্জায় বিশ্বকর্মা পূজা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে মাইক ব্যবসায় যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার শতাধিক পরিবার চরম অনিশ্চয়তা মধ্যে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত, বিশ্ব জুড়ে করোনা মহামারির মাঝে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এই পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ বিশ্বকর্মা পুজো না হওয়াই সমীচীন। আর কদিন পরই পিতৃপক্ষের অবসান , দেবী পক্ষের সূচনা হতে চলেছে ৷
আরও পড়ুনঃ নিম্নচাপ নয়, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে
আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তাই দুর্গাপুজো লক্ষ্মীপুজো ও কালীপুজোও জাঁকজমকপূর্ণ হবার সম্ভাবনা নেই বললেই চলে। তমলুকের নিমতৌড়ির এক মাইক ব্যবসায়ী উত্তম দাস বলেন, গত ছয় মাস ধরে বুকিং না হওয়ায় খুব দুশ্চিন্তায় রয়েছি। পূর্বের বছর গুলোতে পুজো কমিটির পক্ষ থেকে দু’মাস আগেই বুকিং হয়ে যায়।
আর কয়েক দিন পরে বিশ্বকর্মা পুজো, এখনও কোন বুকিং হয়নি। নন্দকুমারের চকচাঁদপোতা এলাকার সাউন্ড অপারেটর সৌমিত্র মাইতি জানান, সরস্বতী পুজোর পর ব্যাঙ্ক লোন ও মহাজনদের কাছ থেকে আট লক্ষ টাকা ধার করেছি। বুকিং না হওয়ায় দুঃশ্চিন্তায় মধ্যে দিন কাটাচ্ছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584