শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামী দুদিনের মধ্যে কয়লার ঘাটতি পূরণ না হলে অন্ধকার হয়ে পড়বে গোটা দিল্লি। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ভয়াবহ কয়লার ঘাটতি। আর মাত্র এক দিনের মত কয়লা মজুত রয়েছে দিল্লির তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। শনিবার সতর্ক করলেন দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। টুইট করে এই আশঙ্কার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ন্যূনতম এক মাসের কয়লা মজুত থাকা উচিত, কিন্তু দিল্লির তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত কয়লা যা রয়েছে তা দিয়ে চলতে পারে মাত্র এক দিন। যদি এর মধ্যে জরুরিভিত্তিতে কয়লা সরবরাহ না করা হয়, তা হলে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হবে রাজধানীতে, জানিয়েছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী।
Delhi could face a power crisis. I am personally keeping a close watch over the situation. We are trying our best to avoid it. In the meanwhile, I wrote a letter to Hon’ble PM seeking his personal intervention. pic.twitter.com/v6Xm5aCUbm
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 9, 2021
এই ব্ল্যাকআউট পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই দ্রুত কয়লা সরবরাহের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে এই প্রসঙ্গে গুরুতর অভিযোগ তুলেছেন সত্যেন্দ্র জৈন।
আরও পড়ুনঃ পুজোর পরই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের উপনির্বাচন
তিনি বলেন, যেভাবে কোভিডের সময় অক্সিজেন সংকট তৈরি করা হয়েছিল ঠিক তেমনই কয়লার সঙ্কট তৈরি করা হচ্ছে বলে। জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট তৈরি করে সেই সমস্যা সমাধান করে প্রচার পাওয়ার একটা চেষ্টা চলছে, এমনটাই বলেছেন জৈন।
আরও পড়ুনঃ লখিমপুর খেরির ঘটনায় ক্রাইম ব্রাঞ্চে হাজিরা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রর
কয়েক দিন আগে প্রকাশিত কয়েকটি রিপোর্টে বলা হয়েছিল দেশে ভয়াবহ কয়লার ঘাটতি দেখা দিয়েছে। দেশের ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে মোট ১৩৫টি কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র। রিপোর্টে বলা হয়েছিল এগুলির মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রে মাত্র তিন দিনের মতো কয়লা মজুত রয়েছে, যার জেরে ভয়ঙ্কর বিদ্যুৎসঙ্কটের মুখে পড়তে পারে গোটা দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584