ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
জামিয়া মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারজিল ইমাম। তার ভিত্তিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠালো আদালত। আগামী ১১ ফেব্রুয়ারী ২০২২ মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে।
পুলিশের অভিযোগ ছিল ২০১৯ সালের ১৫ ডিসেম্বর জামিয়া নগরে একটি সিএএ বিরোধী প্রতিবাদ চলাকালীন প্রায় ৩০০০ মানুষ পুলিশের ওপরে চড়াও হয় এবং বহু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযোগ ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে শারজিল সিএএ বিরোধী যে ভাষণ দিচ্ছিলেন তার জেরেই উত্তেজিত হন মানুষ।
আরও পড়ুনঃ আন্দোলনে নিহত হয়েছে কৃষক এমন তথ্য নেই কেন্দ্রের কাছে, ক্ষতিপূরণের দাবি নস্যাৎ করলেন কৃষি মন্ত্রী
গতমাসে এই মামলায় শারজিলের জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তবে আদালত এও জানিয়েছিল যে শারজিল ইমামের বক্তব্যের জেরেই যে হিংসার পরিস্থিতি ঘটে তার পক্ষে পুলিশের দেওয়া প্রমাণ অত্যন্ত সল্প এবং মোটেই জোরালো নয় এবং ফৌজদারি কার্যক্রমে মনগড়া প্রমাণের কোন জায়গা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584