নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ইডি আধিকারিকদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ। দিল্লি হাইকোর্টের রায়ে ধাক্কা রাজ্যের। ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে যেদিন অভিষেক-কে দিল্লিতে তলব করে ইডি সেদিনই ইডি আধিকারিকদের ডেকে পাঠায় রাজ্য পুলিশ। তাঁরা সেদিন হাজির হননি এবং দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় রাজ্য পুলিশের নোটিশে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। কোন ভাবেই রাজ্য পুলিশ ইডি আধিকারিকদের তলব করতে পারবেনা, জানালো আদালত।
আরও পড়ুনঃ দিল্লির ধর্ম সভায় মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরার নিদান যাতি নরসিংহানন্দের, দায়ের হল অভিযোগ
সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি জসমিত সিং বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশের এই মামলায় জারি করা আগের সমনগুলি গত বছর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ স্থগিত করেছিল এবং এর বিরুদ্ধে কোনও আবেদন করা হয়নি।”তাই,হাইকোর্ট ঐ মামলায় কোনও রায় না দেওয়া পর্যন্ত ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারা অনুযায়ী ইডিকে নোটিস জারি করা যাবে না।
উল্লেখ্য,ইডির তরফে পিটিশনে বলা হয় যে, পশ্চিমবঙ্গের অবৈধ কয়লাপাচার মামলার তদন্তকারী আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এফআইআর দায়ের করেছেন এবং তারপরই তাদের নোটিস পাঠিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584