ঠান্ডায় কাঁপছে রাজধানী, শূন্যে নামতে পারে তাপমাত্রার পারদ

0
113

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তীব্র ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। প্রতিদিনই প্রায় দুই-তিন ডিগ্রি করে নামছে তাপমাত্রার পারদ। যে গতিতে রাজধানীর তাপমাত্রা কমছে, তাতে বরফ পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, মঙ্গলবার সকালে সফদরজং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

delhi | newsfront.co
ফাইল চিত্র

আগামী ২৪ ঘন্টায় রাজধানীর তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিন কয়েক এমন চললে শূন্যে পৌঁছে যাবে দিল্লির তাপমাত্রা। বর্ষবরণের রাত ও নতুন বছরের প্রথম দিনটিতেও ঠান্ডায় কাঁপবে দিল্লিবাসী। এদিন মুম্বইয়ে চলতি মরশুমের শীতলতম দিন ছিল বলে জানায় আবহওয়া দফতর।

আরও পড়ুনঃ মার্কিন যুক্তরাষ্ট্রে কাঙ্খিত পুরুষের তালিকায় শীর্ষে ট্রাম্প, মহিলাদের তালিকায় মিশেল- সমীক্ষা রিপোর্ট

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই দিল্লিতে তাপমাত্রা কমতে শুরু করবে। বাধাহীনভাবে ঢুকে পড়বে উত্তুরে হাওয়া। যার জেরে শুধু দিল্লি নয়, উত্তর ভারতেও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে তাপমাত্রার পারদ।

পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর রাজস্থান এবং উত্তরপ্রদেশে বইবে শৈত্যপ্রবাহ। এদিকে পশ্চিম হিমালয় ও পাদদেশীয় অঞ্চলে প্রায় সর্বত্রই বরফ পড়েছে। কাশ্মীরের বেশকিছু এলাকাতেও বরফ পড়েছে। এছাড়া হিমাচলপ্রদেশের সিমলা, মানালি, ডালহৌসি এবং উত্তরাখন্ডেও তুষারপাতের খবর পাওয়া গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here