হরষিত সিংহ,মালদহঃ
চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত সম্তান প্রসব করার অভিযোগ তুলে হাসপাতেল বিক্ষোভ দেখালো পরিবার ও স্থানীয়রা। ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার কালিয়াচক থানার সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।পরে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিবারের লোকেদের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গিয়েছে ওই প্রসূতির নাম সোমা খাতুন। স্বামী আশিব শেখ। বাড়ী মালদহ জেলার কালিয়াচক থানার গয়েশবাড়ী পঞ্চায়েতের বাখরপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই প্রসূতির প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। পরিবারের লোকেদের অভিযোগ ভর্তির পর থেকে ওই প্রসূতি যন্ত্রণায় ছটফট করতে থাকলেও চিকিৎসক তাকে ঠিক মত পরীক্ষা নিরিক্ষা করেনি। বারবার পরিবারের লোকেরা বলেও চিকিৎসক কর্ণপাত করেননি বলে অভিযোগ। পরিবারের লোকেদের অভিযোগ প্রায় বিনা চিকিৎসায় দুপুর বারোটা নাগাদ মৃত সন্তানের জন্ম দেয়। এর পরেই বিক্ষোভে সামিল হন পরিবারের লোকেরা। হাসপাতালের বর্হিবিভাগ থেকে জরুরি বিভাগে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ।
পরিবারের লোকদের অভিযোগ চিকিৎসার গাফিলতির দিকে হলেও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে সদ্যজাত শিশুর আক্সিজেন পরিষেবার ব্যবস্থা নেই। যার ফলে ঠিক মত চিকিৎসা হয়নি ওই সদ্যজাতের।যদি অক্সিজেন পরিষেবার অভাবে শিশু মারা যায় তাহলে মৃত সন্তান প্রসবের অভিযোগ উত্থাপিত হয় কি ভাবে?তবে পরিবারের লোকেদের দাবী মালদা মেডিক্যাল বা অন্য কোথাও রেফার করলে বেঁচে যেত ওই সদ্যজাত। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় ক্ষুব্ধ জনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584