মনিরুল হক,দিনহাটাঃ
তৃণমূল কংগ্রেস পরিচালিত বড় আটিয়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আব্দুল মান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবীতে গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস।ওই ঘটনায় শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল ওই এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থলে গিয়ে পুলিশ উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রণে আনে।বড় আটিয়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নাজির হোসেন ও স্থানীয় যুব নেতৃত্ব অর্জুন চক্রবর্তীর অভিযোগ,বড় আটিয়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আব্দুল মান্নান বিভিন্ন আর্থিক জবকার্ড ব্যবহার করে একশ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন।বেশ কিছুদিন ধরে সে পলাতক।
ওই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর তৃনমূল কংগ্রেস পরিচালিত ওই গ্রাম পঞ্চায়তের অভিযুক্ত উপ প্রধান আব্দুল মান্নানকে দল থেকে বহিষ্কার করা হয়।শুক্রবার দুপুরে তাঁকে গ্রাম পঞ্চায়েত অফিসে দেখতে পান যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা৷এরপরেই আব্দুল মান্নানের গ্রেফতারের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ওই যুব কর্মীরা।পরে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,যদিও বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান মকবুল হোসেনের দাবি,প্রাক্তন উপপ্রধান আব্দুল মান্নানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে তা আগেও বহুবার করা হয়েছিল৷এই বিষয়ে তাঁর কিছু জানা নেই।প্রাক্তন উপপ্রধানের গ্রেফতারের দাবি প্রসঙ্গে তিনি জানান,”এবিষয় পুর আইনের ব্যাপার,আইন সেটা ভাল মনে করবে সেটাই হবে।এব্যাপারে আমার কিছু বলার নেই।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগে চূড়ান্ত পর্যায়ের কাজ তদারকিতে মন্ত্রী ও সাংসদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584