চাকরির দাবিতে জমিহারাদের ধরনা চোপড়ায়

0
45

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

চাকরির দাবিতে এবার বাউরিগছ অফিসের সামনে ধর্নায় বসলো জমিহারারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তাদের দাবি যতক্ষন না পূরণ হচ্ছে তারা এভাবে আন্দোলন চালিয়ে যাবো বলে জানান আন্দোলনকারীরা।

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে ভোলাগঞ্জ ডগ ব্রিজ থেকে একটি মিছিল করে তারা বাউরিগছ তিস্তা অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং অফিসের সামনেই ধর্নায় বসে পড়েন কয়েকশো জমিহারার। অফিসের সামনে ধরনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। জামিহারা হাফিজুল রহমান বলেন আমরা আজকে কয়েকদিন থেকে আন্দোলন করছি আজকে থেকে আমরা ধরনার বসেছিলাম বাউরিগছ তিস্তা অফিসের সামনে। আমাদের ধরনার খবর শুনে আসে তিস্তার আধিকারিক অর্ণ কুমার মন্ডল আমাদের কাছে ১৫ জানুয়ারি অবধি সময় নিয়েছেন। এবং উনার আশ্বাসে আমরা আজকে ধারনা তিনি এবং তার পাশাপাশি যে কাজ বন্ধ রেখেছিলাম। সে কাজ আমরা খুলে দিলাম। যদি ১৫ জানুয়ারি অব্দি আমাদের কথা অনুযায়ী না হয় তাহলে আমরা আবার আন্দোলনে নামবো বলে জানান তিনি।

নিজস্ব চিত্র

অন্যদিকে তিস্তার আধিকারিক অর্ণ কুমার মন্ডল কে জিজ্ঞেস করা হলে তিনি আমাদের ক্যামেরার সামনে কিছুই বলেননি। এবং তিনি উচ্চপদস্থ আধিকারিকের কথা অনুযায়ী তিনি আমাদের ক্যামেরার সামনে কিছু বলবেন না বলে জানান তিনি।

উল্লেখ, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভোলাগছ এলাকায় শতাধিক কৃষক তিস্তা ব্যারেজ প্রকল্পে জমিদান করেছিলেন। তৎকালীন রাজ্য সরকার জমিদান করা পরিবার পিছু একজনের চাকরী দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। দীর্ঘ এক দশক ধরে তিস্তা ব্যারেজ প্রকল্পের আধিকারিক থেকে শুরু করে রাজ্য প্রশাসনের বিডিও, এসডিও, ডিএম পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, গোয়ালপোখরের বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর দ্বারস্থ হয়েও কোনও ফল না মেলায় সোমবার জমিহারারা ভোলাগছে তিস্তা প্রকল্পের কাজ বন্ধ করে দেন। সব মিলিয়ে এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here