সুদীপ পাল,বর্ধমানঃ
এক সময় বর্ধমান ছিল অবিভক্ত।পরে প্রশাসনিক কাজের সুবিধের জন্য পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা ভাগ করা হয় প্রশাসনিকভাবে।তবে পশ্চিম বর্ধমান জেলা গড়ে ওঠার পরেও জেলায় মহকুমার সংখ্যা বাড়েনি।অন্ডালের মানুষ চাইছেন যে এখানে একটি মহকুমা গড়ে তোলা হোক।বাসিন্দাদের বক্তব্য, আগে রানীগঞ্জ মহকুমার মর্যাদা পেত কিন্তু আসানসোল যখন শহর হিসেবে আত্মপ্রকাশ করল তখন রেল কর্তৃপক্ষের কাছে আসানসোলের গুরুত্ব বাড়লো।এলাকাবাসীর বক্তব্য,অন্ডাল সহ দুর্গাপুর,ফরিদপুর,রানীগঞ্জ পাণ্ডবেশ্বর প্রমুখ এলাকাগুলিকে নিয়ে একটি মহকুমা গড়ে তোলা হোক।এই মহকুমা গড়া হলে মানুষকে দুর্গাপুর বা আসানসোল ছুটতে হবে না। অন্যদিকে প্রশাসনিক কাজ কর্মের সুবিধা হবে। তার কারণ অনেক প্রত্যন্ত জায়গা থেকে দুর্গাপুর বা আসানসোলে যেতে বেশ কষ্ট পেতে হয় অনেককে।যদি অন্ডালকে মহকুমা হিসেবে গড়ে তোলা হয় তাহলে সে কষ্টের যেরকম লাঘব ঘটবে এবং প্রশাসনিক কাজে দ্রুততা আসবে।তাছাড়া অন্ডালে যোগাযোগ ব্যবস্থাও ভালো।রেল এবং সড়ক যোগাযোগ তো রয়েছে বর্তমানে অন্ডাল বিমানবন্দর থেকে ও নতুন রূপে সাজিয়ে দিয়েছে প্রশাসন।অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলে জানানো হবে বলে জানান।
আরও পড়ুনঃ দোমোহনায় টেরাকোটা শিল্প বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584