বাজার চাহিদায় তুঙ্গে সান্তা বিক্রি

0
86

সুদীপ পাল,বর্ধমানঃ

demanding santra selling at the market
নিজস্ব চিত্র

প্রতিবছর ডিসেম্বর পড়তে না পড়তেই বর্ধমান,গলসি মার্কেট, পানাগড় এলাকায় ক্রিসমাস ট্রি’এর সঙ্গে সান্তা ক্লজের টুপি, ব্যাগ,পোশাক বিক্রি হয়।বিক্রি হয় কাপড়ের তৈরি ছোটবড় সান্তা ক্লজও।নোট বাতিলের জেরে গত বছর এই আয়ের সংস্থানেই কোপ পড়েছিল।কিন্তু এ বছরের ছবি সম্পূর্ণ আলাদা। ডিসেম্বর পড়তেই ভিড় জমছে সান্তা ক্লজ কেনার জন্য। বর্ধমানের বাসিন্দা কাকলী পাল বলেন, প্রতিবছরই মেয়ে সুনন্দাকে নিয়ে এখানে আসি। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধরনের খেলনা কিনি। আগেরবার সামান্য টাকার জিনিস কিনেই ফিরছিলাম। এবার সেখানে আড়াই-তিন হাজার টাকার জিনিস কিনলাম। বিক্রেতা শুভেন্দু ঘোষ বলেন, প্রতিবছর সান্তা টুপি বিক্রি করি। আগেরবার সেই বাজার ছিল না এবার বড় বা মাঝারি টুপির বাজার ডিসেম্বরের শুরু থেকেই তুঙ্গে। কলেজ ছাত্রী পল্লবী সাহা বলেন, ক্রিসমাস মানেই হরেক রকমের কেকের স্বাদ, ক্রিসমাস ট্রি এবং অবশ্যই সান্তা ক্লজ।
সাধারণ মানুষের উপর ভরসা করেই এবার আসায় বুক বাঁধছেন সান্তার বিক্রেতারা।

আরও পড়ুন: হরিহরপুরে রক্তদান শিবির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here