পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
পরকীয়ার জেরে গৃহবধুকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এদিকে পলাতক স্বামীকে গ্রেফতারের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল মৃতার পরিবারের লোকেরা। অবরোধে সাময়িক আটকে গেল পরিবহন মন্ত্রীর কনভয়। রবিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের হেমতাবাদে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতার নাম কোহিনুর বেগম।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রায় বছর পনেরো আগে হেমতাবাদের কান্তোর গ্রামের বাসিন্দা মোবারক আলির সাথে বিয়ে হয় কোহিনুরের। এরপর মাঝেমধ্যের চলত শারিরিক ও মানষিক অত্যাচার। গ্রামের মাতব্বরেরা শালিশি সভার মধ্যদিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও তাতে স্থায়ী সমাধান হয়নি। এদিকে শনিবার রাতে কোহিনুরকে তার স্বামী গলা টিপে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ।
এদিকে মৃতার পরিবারের অভিযোগ, কোহিনুরের স্বামী মোবারক আলি পরকীয়ায় লিপ্ত ছিল। আর স্ত্রী তাতে বাধা দেওয়াতেই তাকে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে রবিবার সকালে এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করতে গেলে হেমতাবাদ থানার পুলিশ প্রথমে অভিযোগ নিতে না চাওয়ায় এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে এদিন হেমতাবাদের বিষ্ণুপুর মোড়ে রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিজনেরা।
এদিকে এদিন কালিয়াগঞ্জে তৃনমূলের বিজয় মিছিলে যোগ দেওয়ার জন্য রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের উদ্দ্যেশ্যে যাচ্ছিল রাজ্যের পরিবহন মন্ত্রীর কনভয়। সে সময় অবরোধে সাময়িক অবরুদ্ধ হয় পরিবহন মন্ত্রীর কনভয়। তবে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে রাজ্য সড়ক অবরুদ্ধ হলে কনভয় বেড়িয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584