মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মোকাবেলায় লকডাউন চলছে। পরিযায়ী শ্রমিকরা সিংহভাগ নিজের নিজের এলাকায় এবং বাড়িতে ফিরে এসেছেন। এই মুহূর্তে তাদের হাতে পয়সার অভাব। অর্থের অভাবে পরিযায়ী শ্রমিক, গরিব মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অন্ন সংস্থানে সমস্যায় রয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছে বামপন্থী গণ সংগঠন ডিওয়াইএফআই।
বুধবার মাথাভাঙা মহাকুমার গোসাইরহাট বাজারে সাপ্তাহিক হাটে গরিব মানুষদের বিভিন্ন শাক সবজি চাল ডাল সহ বিভিন্ন খাদ্য দ্রব্য তুলে দিলেন তারা। পসরা সাজিয়ে সারি সারি বিভিন্ন ধরনের শাকসবজি এবং চাল-ডাল রেখে দেওয়া আছে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মশা মারতে কামান দাগছে পুরসভা
এদিন ওই বাজারের উদ্বোধন করেন গণ আন্দোলনের নেতা অনন্ত রায়। উপস্থিত ছিলেন ইউসিআরসি জেলা সম্পাদক কমরেড মহানন্দ সাহা, গণ আন্দোলনের নেতা কম.অমিত দত্ত, সুধাংশু প্রামানিক, নারায়ণ বর্মন, বিপুল বর্মন, রাখাল সরকার, চন্দন বর্মন সহ অন্যান্য নেতারা।
এবিষয়ে ডিওয়াইএফআই নেতা সুধাংশু প্রামানিক জানিয়েছেন, ‘নিজেদের আর্থিক সঙ্গতি দিয়েই ত্রাণ সামগ্রী কিনে বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক ও গরীব মানুষরা। ভবিষ্যতে আরও এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584