বদরুল আলম,হুগলী
মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিকৃতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সারা রাজ্য ব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়।
এই কর্মসূচীর অংশ হিসাবে,বৃষ্টি মাথায় নিয়েই হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে আজ প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সভা ও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কূশপুতুল পোড়ানো হয় চুচুড়া বড়বাজার এলাকায় ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও মন্ত্রী অসীমা পাত্র , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ – সভাপতি ও হুগলি জেলা পরিষদের সভাধিপতি হাজী সেখ মেহেবুব রহমান , হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু ব্যানার্জি সহ জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ ।
আজকের বিক্ষোভ সভায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অংশ নেয় ।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিকৃত করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সারা রাজ্য ব্যাপী এই কর্মসূচীর ডাক দেয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584