বন্যাদুর্গতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সোচ্চার কিষান সভা

0
107

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,১৩অক্টোবর:

মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বন্যা কবলিত এলাকার মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করে ফরওয়ার্ড ব্লক প্রভাবিত সারা ভারত অগ্রগামী কিষান সভা।গতকাল দলের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্রের নেতৃত্বে তেঁতুলবাড়ি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস যায় তারা। দুপুর ২টার সময় সংগঠনের পক্ষ থেকে ১১দফা দাবিতে হরিশ্চন্দ্রপুরে-২ ব্লকের বিডিও কৃষ্ণচন্দ্র দাস মহাশয় কে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান

তাদের দাবি সমূহের মধ্যে অন্যতম হল বন্যায় ভেঙে পড়া বা আংশিক ক্ষতিগ্রস্থ গৃহ নির্মাণে আর্থিক সহায়তা,বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ফসলের ক্ষতিপূরণ ও কৃষিঋণ মকুব করা,ফুলহর নদীর ভাঙা বাঁধ নির্মাণ করা,বন্যায় কেটে যাওয়া রাস্তা ঘাট,কালভার্ট, ব্রিজ অতিসত্বর মেরামত ও নির্মাণ করতে হবে,হরিশ্চন্দ্রপুরে-২ ব্লকের সমস্ত মৌজাকে বন্যা এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।

বিডিও কৃষ্ণচন্দ্র দাস বলেন-বিষয়টি যথাযথ বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুল আলম,কিষান সভার হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সম্পাদক ধীরাজ ঘোষ,জাহাঙ্গীর আলম,রেজাউল করিম প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here