পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল এলাকাবাসী

0
41

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

রবিবার সকাল থেকে কান্দি থানার ৫ নম্বর ওয়ার্ডের কুরবানী মোড় এলাকায় পুকুর ভারাট কে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে পৌরসভায় তারা জানিয়ে আসছে যে ৫ নম্বর ওয়ার্ডে যে পুকুর রয়েছে, সেটিকে পরিষ্কার করে ব্যবহার যোগ্য করে তোলার জন্য। কিন্তু তাদের কাছ থেকে কোনও রকম সাড়া পাওয়া যায়নি। আর তাই তারা এই বিক্ষোভে সামিল হয়েছে।

পুকুরের পাশে বালি ফেলা হয়েছে। নিজস্ব চিত্র

ওই এলাকারই দু’জন ব্যক্তি শায়েক আহমেদ ও কুরবান আলি সরাসরি অভিযোগ এনেছেন পুকুর অপরিষ্কার রাখার জন্য। তাঁদের দাবি, পুকুর ভরাট করা হলে ভরাট করার দরুণ সকলের বাড়ি থেকে বেরিয়ে আসা জল রাস্তায় উঠে আসে এবং ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকার কারণে যথেষ্ট সমস্যায় পড়তে হয়।

এই সেই অপরিষ্কার পানা পুকুর। নিজস্ব চিত্র

তবে এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে কোনওরকম কর্ণপাত কেউ করেননি। অপরদিকে অভিযুক্ত কুরবান আলি জানান যে তিনি কোনওরকম মাটি ফেলেননি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তার নামে।

পুলিশের সাথে বার্তালাপ। নিজস্ব চিত্র

বনভূমি সংস্কার স্থানীয় কমিটি, কান্দী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ আলামদো বলেন, তাঁর বাড়ি একদম পুকুরপাড়ে হওয়ার কারণে তিনি গার্ডওয়াল দেওয়ার জন্য ওই পুকুরে দশ গাড়ি মাটি ফেলেছিলেন। যে অংশে মাটি ফেলা হয়েছে সেই অংশ তাঁর নামেই ছিল। তবে প্রশাসন থেকে মাটি তুলে নিতে বললে তিনি মাটি তুলেও নেবেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here