আবাস যোজনার গ্রাহকদের নথি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ

0
58

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

dhulian municipality
নিজস্ব চিত্র

আবাস যোজনার গ্রাহকদের  যাবতীয় নথি নিজেদের কাছে আটকে রাখার অভিযোগ  একাধিকবার উঠেছে ধুলিয়ান পৌরোসভার  প্রায় সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের বিরুদ্ধে।  আবাস যোজনার  গ্রাহকদের ব্যাংকের পাসবুক,এটিএম কার্ড, চেকবুক ইত্যাদি তাঁরা আটকে রাখেন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

আরও পড়ুনঃ এনটিপিসি-র ছাই থেকে চলছে কোটি কোটি টাকার সিন্ডিকেট রাজ! চাঞ্চল্যকর অভিযোগ

সোমবার ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে  চেকবুক, পাসবুক ও এটিএম  কার্ড ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান বেশকিছু এলাকাবাসী। এলাকাবাসীর দাবি বহুবার প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে এটিএম কার্ড, চেক বুক, ফিরে পাওয়ার আবেদন করা হয় তার পরেও ফিরে পাননি। এটিএম,পাসবুক, চেকবুক চাইলে একাধিক গ্রাহককে মারধর করার অভিযোগ ওঠে। যদিও ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মেহবুব আলম। গ্রামবাসীরা আরো জানান স্থানীয় থানা, পৌর অফিস, ও এস কেও জানিয়ে কোনো লাভ হয়নি। শীঘ্রই এটিএম চেক বুক পাসবুক  ফেরত না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here