দিনহাটা থানায় বিক্ষোভ এবিভিপির

0
38

মনিরুল হক, কোচবিহারঃ

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক নেতার দোকানে ভাঙচুর, হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মিছিলের পাশাপাশি দিনহাটা থানায় বিক্ষোভ আন্দোলন সংঘটিত হয়। শনিবার বেলা দেড়টা নাগাদ দিনহাটা থানায় বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।

demonstration of abvp | newsfront.co
বিক্ষোভ।নিজস্ব চিত্র

এদিন বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধিদল দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের সাথে দেখা করে তার কাছে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত বলেন, সংগঠনের খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে দিনহাটা শহরের গোসানি রোড এলাকায় সংগঠনের এক নেতার দোকানে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হামলা চালায়। এমনকি ওই দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর ছাড়াও ছাত্রনেতা সুমন সরকার ও তার দোকানের দুই কর্মচারী কেউ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দোষীদের আক্রমণে দোকানের দুই কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন দিনহাটা থানায় বিক্ষোভ আন্দোলন সংঘটিত হয় সংগঠন নেতৃত্ব জানান।

সংগঠনের দিনহাটা নগর মন্ডল সভাপতি রজত ঘোষ বলেন, গতকাল দুষ্কৃতীরা গোসানি রোড এলাকায় তাদের এক ছাত্রনেতার দোকানে হামলা এবং তাকে এবং তার দোকানের দুই কর্মীকে মারধর করে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন তারা প্রতিবাদ মিছিল ছাড়াও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান।

আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে মহিলা মোর্চার মিছিল

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলেই পুলিশের লিখিত অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান। তারপর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি বলেও তার অভিযোগ। অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনটির নেতৃত্ব।

গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here