লাগামহীন রুট পারমিট, আন্দোলনে অটোচালকরা

0
123

মনিরুল হক, কোচবিহারঃ

demonstration of auto drivers | newsfront.co
নিজস্ব চিত্র

লাগামহীন ভাবে রুট পারমিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নামল অটো রিক্সা চালকরা। আজ মাথাভাঙা শহরে মহকুমা আঞ্চলিক পরিবহণ দফতরের সামনে অটো চালকরা জমায়েত হয়। পরে আঞ্চলিক পরিবহণ দফতরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

demonstration of auto drivers | newsfront.co
ক্ষোভ।নিজস্ব চিত্র

ওই আন্দোলনের জেরে দীর্ঘ সময় অটো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

complaints letter of auto drivers 3 | newsfront.co
অভিযোগ পত্র।নিজস্ব চিত্র

আন্দোলনকারীদের অভিযোগ, মাথাভাঙা-শীতলখুচি রোডে অটো রিক্সার লাগামহীন ভাবে রুট পারমিট দেওয়া হচ্ছে। ফলে আগে থেকে ওই রুটে চলাচলকারী অটোতে যাত্রী হচ্ছে না। লোকসানের ওই রুটের অটো চালকদের।

demonstration of auto drivers | newsfront.co
নিজস্ব চিত্র

অটো চালকদের পক্ষে ব্রজেন বর্মণ বলেন, “মাথাভাঙ্গা-শীতলকুচি রোডে অতিরিক্ত অটো চলছে। এতে আমাদের ব্যাবসা মার খাচ্ছে। যাত্রী পাওয়া যাচ্ছেনা। তাই আমাদের দাবী নতুন করে ওই রোডে ওটো পারমিট দেওয়া চলবে না।”

আরও পড়ুনঃ জবরদখল মুক্ত করতে প্রতীকী অনশনে বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা বিক্ষোভে ব্যবসায়ীরা

মাথাভাঙ্গা মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক সুপর্ণ দেব বলেন,“লিখিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here