মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার জেলার গ্রাম থেকে গ্রামান্তরে তৃণমূল বিজেপির সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যার জেরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারন মানুষ। ঘটনার ভয়াবহতায় এবারে পঞ্চায়েত কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পঞ্চায়েত কর্মচারীদের প্রয়োজনীয় সুরক্ষার দাবী নিয়ে স্মারকপত্র দেয়।

এই সাথে তাদের হুশিয়ারি জীবন বাজি রেখে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাদের যাওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সাধারন সভা হয়। সভা শেষে একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে হাতে ঢাল তলোয়ার ও পিস্তল নিয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ।
পাশাপাশি তারা ওই গ্রাম পঞ্চায়েতের আসবাব পত্র, সাইকেল বাইক ভাঙচুর করে কর্মচারীদের বের করে অফিস গেটে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওই এলাকায়। পরে পুলিশ গিয়ে ওই তালা খুলে দেয়। এই অবস্থায় গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা নিজেদের প্রাননাশের আশঙ্কাও করছেন।
তাই তারা এবার নিজেদের নিরাপত্তার দাবিতে বিডিওর দ্বারস্থ হন। শুক্রবার স্মারকপত্র দেবার পাশাপাশি বিডিও অফিসের সামনে ধর্নাতে বসে বিক্ষোভও দেখান তারা। গ্রাম পঞ্চায়েত কর্মচারী ঐক্য মঞ্চ গড়ে এই আন্দোলন নতুন মাত্রা দেয়।
আন্দোলনকারীদের পক্ষে সুশীল বর্মন বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাজনৈতিক হিংসা যেভাবে গোটা ব্লক জুড়ে ছড়িয়ে পড়েছে তাতে আমরা গ্রাম পঞ্চায়েত কর্মচারীরা ভীত। অবিলম্বে গতকালের ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবী করছি।
আরও পড়ুনঃ অর্ধসমাপ্ত সুকান্ত ভবন অসামাজিক কাজের আখাড়ায় পর্যবসিত, ক্ষুব্ধ স্থানীয়রা
এ বিষয়ে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জয়েন্ট ভিডিও সৌভিক কর্মকার বলেন কর্মচারীদের নিরাপত্তা এবং গ্রাম পঞ্চায়েত গুলোতে কাজের পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584