নিজস্ব সংবাদদাতা, নিউজফ্রন্টঃ
হুগলি জেলার অন্যতম পরিচিত গ্রাম ভাবা দিঘী। কারন এই গ্রামেই রয়েছে প্রায় ৫৭ বিঘা জুড়ে একটি ঝিল। সেটাও ভাবা দিঘী নামে পরিচিত। আর এই গ্রামের মানুষের জীবন-জীবিকা চলে ভাবা দিঘীকে কেন্দ্র করে।
বেশির ভাগ মানুষের জীবিকা মৎস চাষ। সেই দিঘীর উপর দিয়ে ভারতীয় রেল, রেলপথ করার জন্য ভাবা দিঘী বোজানোর চেষ্টাকে ব্যর্থ করার লক্ষ্যে গতকাল থেকে গ্রামের মানুষ এবং এ পি ডি আর-এর সদস্যরা হুগলি জেলার চুঁচুড়ার ঘড়ি মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করলেন।গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলে।
গ্রামের সাধারন মানুষের দাবি রেলপথ ভাবা দিঘী না বুজিয়ে করা যেত।তাদের মতে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কিছু উচ্চপদস্থ রেলকর্মী এই চক্রন্তের সাথে জড়িত।গ্রামবাসী ও এ পি ডি আর জানান প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584