জানুয়ারীর চার তারিখে কোলকাতায় মহা আন্দোলনের ডাক ফোরামের

0
71

আনিসুর রহমান,কোলকাতা:-

সমস্ত শূন্যপদে নিয়োগের ,ট্রান্সফার ও মেয়াদ উত্তীর্ণ অবৈধ্য ম‍্যানেজিং কমিটিগুলো বাতিলের দাবীতে আগামী 4ই জানুয়ারি কলকাতার রানী রাসমনি অ্যাভিনিউতে মহা আন্দোলনের ডাক দিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।

রানি রাসমনিতে আগে

উল্লেখ্য,মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পাশকরা সফল পরীক্ষার্থী দের ইন্টারভিউ ইতিমধ্যে শুরু হয়ে শেষ হওয়ার পথে।যার পুরো কৃতিত্ব বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামেরই বলে বলে দাবি রাজ‍্যের বুদ্ধিজীবী মহলের।

ফোরামের সভাপতি ইসরারুল হক মন্ল  জানান দীর্ঘদিন নিয়োগ না হওয়ার জন্য রাজ‍্যের মাদ্রাসা শিক্ষা ব‍্যবস্থা ভেঙে পড়ার মুখে।কমিশন যখন বিজ্ঞাপন দেয় তখন ভ‍্যাকান্সি যা ছিল তা এখন বেড়ে পাঁচ হাজারের আশেপাশে।তাই মাদ্রাসা শিক্ষা ব‍্যবস্থাকে বাঁচাতে ফোরামের দাবী-শুধুমাত্র বিজ্ঞাপনের ভ‍্যাকান্সি নয় , আপডেটেড ভ‍্যাকান্সি অনুযায়ী নিয়োগ দিতে হবে যাতে করে দীর্ঘদিন শিক্ষকের অভাবে ধুঁকতে থাকা রাজ‍্যের মাদ্রাসাগুলো প্রাণ ফিরে পায়।শিক্ষক রা দীর্ঘদিন ট্রান্সফার থেকে বঞ্চিত।কমিশন কে এ বিষয়ে দ্রুত ভাবনা চিন্তা করে বদলির ব‍্যবস্থা করতে হবে।

ফোরামের সভাপতি আরও জানান, বহু মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন করছে না৷ সেখানে দূর্ণীতির আখড়া গজিয়ে উঠছে।এর জন্য মাদ্রাসা বোর্ডকে ওই সমস্ত মাদ্রাসায় দ্রুত নির্বাচন করানোর ব‍্যবস্থা করতে হবে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here